Categories
টেক নিউজ

ইউটিউবে কত ভিউতে কত আয়

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব। এ প্ল্যাটফরমে ভিডিও আপলোড করে নির্মাতারা টাকা আয় করেন। তবে ইউটিউবাররা একটা ভিডিওর পরিবর্তে কত টাকা আয় করছে? অনেকেরে মনে প্রশ্ন জাগে ভিডিও আপলোড হলেই কি টাকা আসতে শুরু করে?

 

 

সবার আগে এটা বুঝতে হবে, ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করতেই আয় শুরু হয়ে যায়, এই ধারণাটি একেবারেই ভুল। ইউটিউব থেকে আয় করতে হলে ইউটিউবের কিছু শর্ত পূরণ করতে হবে। তবে, একজন ইউটিউবার তার একটি ভিডিওর মাধ্যমে কত টাকা আয় করবেন, সেটি নির্ভর করে তার ভিডিওটি কেমন, সেটি কোন কোন দেশ থেকে দেখা হয়েছে, সেসব দেশে ইউটিউবের বিজ্ঞাপনের রেট কেমন ইত্যাদির ওপর।

 

 

তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ভিডিওতে কত ভিউ হলে ইউটিউবে আয় করা যায়-

 

ইউটিউব থেকে আয় পূর্বে মানতে হয় কিছু শর্ত। প্রথমে জানতে হবে সেসব শর্তগুলো কি? কোনো একটি ভিডিওর ভিউ অন্তত এক হাজার হলে তবেই তা থেকে টাকা পাওয়া যাবে। অর্থাৎ ভিডিওটি অন্তত এক হাজার জন দেখলে তবেই সেই ভিডিও থেকে আয় সম্ভব হবে। এক্ষেত্রে আপনার চ্যানেলটিকে অবশ্যই মনিটাইজ থাকতে হবে।

 

 

ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর এক হাজার ভিউ হলে সেই ভিডিও থেকে ১-২৫ ডলার পর্যন্ত আয় হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় ১০৭- ২ হাজার ৬০০ টাকার কাছাকাছি। তবে ভিডিওটির ভিউ ১ লাখ হলে আয় হবে আরও বেশি। তখন হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব একটি ভিডিও থেকে।

 

 

ইউটিউব চ্যানেলে ১ বছরের মধ্যে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। একইসঙ্গে ৪ হাজার ঘণ্টা ‘ওয়াচ টাইম’ সম্পূর্ন করতে হবে। পাশাপাশি বিজ্ঞাপনগুলো থেকে অর্থ করা যাবে।

 

 

স্পন্সর কন্টেন্ট তৈরি করে ইউটিউবে অর্থ উপার্জন করতে পারেন। আবার ইউটিউব শর্টস থেকেও আয় করা যায়। ইউটিউব এখন ইউটিউব শর্টসও চালু করেছে। শর্টসে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ড পর্যন্ত ছোট ভিডিও তৈরি করে শেয়ার করতে পারেন। শর্টস থেকেও এখন ব্যবহারকারীরা অনেক অর্থ আয় করছেন।

Categories
টেক নিউজ

অবশেষে হোয়াটসঅ্যাপে এল ‘ড্রাফটস’ ফিচার

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে অবশেষে ‘ড্রাফটস’ বা খসড়া মেসেজ লেখার ফিচার এসেছে।

অন্যান্য প্ল্যাটফর্মে এরইমধ্যে ব্যবহার হওয়া এ টুল হোয়াটসঅ্যাপে আসতে এত দেরি হওয়ার কারণ নিশ্চিত নয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

মেসেজ ড্রাফট হোয়াটসঅ্যাপে অসমাপ্ত মেসেজ খুঁজে পাওয়ার একটি নতুন ও সহজ উপায় নিয়ে এসেছে। একটি মেসেজ লেখার আগে কেবল ‘ড্রাফট’ অপশনটি খুঁজুন। কোম্পানিটি বলছে, এ অসমাপ্ত মেসেজগুলো চ্যাট লিস্টের একদম ওপরে চলে যাবে, যেন ব্যবহারকারীরা সহজে খুঁজে পান।

এটি কেবলই খসড়া মেসেজের ফিচার, বাড়তি আর তেমন কোনো সুবিধা নেই। গোটা বিশ্বেই অ্যাপে সুবিধাটি আসছে। ফলে, হোয়াটসঅ্যাপে মেসেজ পুরোপুরি টাইপ করার জন্য কোনো বাড়তি চাপ থাকবে না। ধীরে-সুস্থে আরাম করে মেসেজ টাইপ করা যাবে।

হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেটে এসেছে নতুন এ ফিচার। এ ছাড়া, বিভিন্ন মানুষের সঙ্গে কথোপকথন ট্র্যাক করতে বা আলাদাভাবে দেখার জন্য ‘কাস্টম লিস্ট’ তৈরির ফিচার যোগ হয়েছে অ্যাপে। পাশপাশি, চালু হয়েছে নতুন এক প্রোগ্রাম যা ব্যবহারকারীদের যে কোনো ডিভাইস থেকে কন্টাক্ট যোগ করার সুযোগ দেবে।